1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৬ ০ বার পঠিত

 

 

রতন কুমার ঘোষ

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের চন্ডিপুরে এলাকাবাসীর লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুকমান ওরফে লুকু (৫০) এর বাড়িতে রবিবার দুপুরে মাদকদ্রব্য-বিরোধী অভিযান পরিচালিত হয়।

 

এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও ব্যবহারের দায়ে চাঁদগ্রাম ইউনিয়নের হাসানুর রহমান হাকিমের ছেলে তাপস (২৫), ছয় মাসের কারাদণ্ড, আবুল কাশেমে এর ছেলে মনোয়ার (৩৮) কে দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আব্দুল হান্নানের ছেলে মজনু (৪০) কে এক বছরের বিন আশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, রতন মোল্লার ছেলে লোকমান মোল্লা (৫০) কে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড, লোকমান মোল্লার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

অন্যথায় অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এদের সবার বাড়ি চাঁদগ্রাম ইউনিয়নে।
উল্লেখ্য অভিযান চলাকালে আসামীগণ ও পরিবারের অন্যান্য সদস্যগণ ধারালো হাসুয়া দিয়ে অভিযানকারী সদস্যদের উপর চড়াও হন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রে‘র অনুমতিতে তল্লাশি চালিয়ে ৫ ফাইল টাফেন্টাডল ট্যাবলেট ও বেশ কিছু আলামত পাওয়া যায়। মাদকদ্রব্য-বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার খবির আহমেদ পরিদর্শক, ইকবাল হোসেন উপপরিদর্শক, আসিফুজ্জামান উপ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সহ সদস্যবৃন্দগণ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন সাংবাদিকদের জানান জনস্বার্থে মাদক নিধনের এমন অভিযান চলমান থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।