মোঃ আমিনুল ইসলাম
উপজেলায় মোট ৭২টি পূজা মণ্ডপে চলছে জমকালো আয়োজন, পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।পূজাকে ঘিরে সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আলোকসজ্জা আর সাজসজ্জায় সজ্জিত প্রতিমা ঘিরে ভক্তরা প্রার্থনা, আরতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেনশারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি টহল ও গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন সে জন্য পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা তদারকি ও ভক্ত-দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একে অপরের পাশে থাকার আহ্বান জানাই।
এদিকে পূজাকে ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রাম-গঞ্জ থেকে শহর পর্যন্ত সর্বত্রই এখন আলোকসজ্জা আর ঢাক-ঢোলের শব্দে মুখরিত পরিবেশ।ভক্ত ও দর্শনার্থীরা মনে করছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
উৎসবের রঙে সেজেছে পুরো কাউনিয়া উপজেলা।