মোঃ আমিনুল ইসলাম
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন এবং ৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।কর্মসূচিতে বক্তারা অ্যানথ্রাক্স রোগের কারণ, প্রতিরোধ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
তাঁরা জানান, আক্রান্ত পশু বা তার মাংসের সংস্পর্শে আসা থেকে বিরত থাকা ও সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের মূল উপায়।