1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

আল ফাত্তাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলসের হাজী পুনর্মিলনী ও স্মৃতিচারণ

মোঃ ফারজুল ইসলাম, রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ ০ বার পঠিত
মোঃ ফারজুল ইসলাম
রংপুরের পীরগঞ্জে আল ফাত্তাহ্ ট্যুরস্ ট্রাভেলস্ এর আয়োজনে দিনব্যাপী হাজী পুনর্মিলনী, স্মৃতিচারণ ও দুআ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার  গোপীনাথপুর মজিদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ অনুষ্ঠান হয়েছে। উক্ত হাজী সম্মেলনে শতাধিক হাজী, হজ্ব পালনে আগ্রহী, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পীরগঞ্জ উপজেলার পরিচালক হাফেজ আলহাজ্ব রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ফাত্তাহ্ ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর ডিরেক্টর আলহাজ্ব মুফতি সাঈদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, প্রতিষ্ঠানটির লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডভোকেট এনামুল হক, খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুল আমিন, জামতলা মাদরাসার শিক্ষক মুফতি গোলাম রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম রাজা ও মোঃ আহসান হাবিব শিমুল সহ স্থানীয় আলেম-ওলামা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ট্রাভেলসের মাধ্যমে ইতিপূর্বে যারা হজ্ব পালন করেছেন, তারা উল্লেখিত ট্রাভেলসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে স্মৃতিচারণ করেন। বিশেষ করে ট্রাভেলসটির পীরগঞ্জের পরিচালক হাফেজ রফিকুল ইসলাম ফারাজীর দেয়া হাজীদের সেবার কথা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়।
বক্তাগণ বলেন, আল ফাত্তাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ হাজীদের সাথে কখনোই প্রতারণা করে না। তারা কথা অনুযায়ী কাজ করে। হাজীদের সেবাকে পরকালীন জীবনের পাথেয় হিসেবে বেছে নিয়েছে ট্রাভেলস্ টি। ট্রাভেলসটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।