কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন শাখার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ২৫ কুড়িগ্রাম-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোঃ এনামুল হক সাহেব, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। সভাপতিত্ব করেন জনাব মোঃ আশরাফুল আলম বিএসসি, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বলদিয়া ইউনিয়ন শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দেশ এবং জাতির স্বার্থে নিজেদের জান ও মাল বিলিয়ে দিতে হবে। দুনিয়াবী কোনো স্বার্থ আমাদের পথ চলাকে রুখে দিতে পারবেনা ইনশাআল্লাহ।