( ময়মনসিংহ প্রতিনিধি )
ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে মুক্তাগাছা শহরের মুন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে , নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।