1. admin@dainiksattoprokash.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃষ্টিপাতের ফলে অনেক সবজি খেত ডুবে গেছে, যার ফলে সবজির বাজারে আগুনের আঁচ পুরুষরা ৮ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে, আমি মেয়ে বলেই দ্বিচারিতা: দীপিকা ১৩ বীরের অভিযানে শ্রীপুর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘গেদুরাজ’ আটক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকায় গণমানুষের নেতা সেলিম রেজার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেন  মুক্তাগাছায় ফার্মেসিগুলোতে ঔষধের মূল্যে চরম অনিয়ম ও কারসাজি – ভোক্তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে  সাতক্ষীরায় অ্যান্টিকস ফার্নিচার এর শুভ উদ্বোধন সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল

তাসনিম জারাকে নিয়ে নীলা ইস্রাফিলের বিস্ফোরক মন্তব্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ ০ বার পঠিত

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ‘সাহস’ ও ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি তাসনিম জারাকে নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করেন। এতে তিনি লেখেন, তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়। তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে, তিনি সাহসী, এ কথা শুনে মানুষের মুখ ভরে যাচ্ছে। আমিও বলি, হ্যাঁ, আপনি সাহসী। তবে সেই সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ?

পোস্টে তিনি লেখেন, কারণ আমি জানি আপনার আরেকটা চেহারা। একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে, ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ংকর ঘটনার কথা খুলে বলেছিলাম। কান্নাভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান। কিন্তু কী করলেন আপনি? ঠান্ডা নীরবতা। ফাঁপা প্রতিশ্রুতি। চোখ ফেরানো। যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি, যেন আমার ক্ষত আপনাকে স্পর্শই করেনি।

তিনি আরও বলেন, আজ মানুষ আমাকে প্রশ্ন করে, ‘কেন আপনি তার পাশে দাঁড়ালেন, অথচ তিনি আপনার পাশে দাঁড়ালেন না?’ এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য যন্ত্রণাদায়ক, কারণ সত্যিই আমি আপনার পাশে দাঁড়িয়েছি, তবুও আপনি আমার জন্য একটিবারও এগিয়ে আসেননি। আমার এই অবস্থান আজ আমাকে মানুষের বকা খাওয়াচ্ছে, সমালোচনার ঝড় বইছে আমার দিকে।

নীলা লেখেন, তাসনিম জারা, আপনি সাহসী, কিন্তু সেই সাহস আসলেই সাহস? নাকি কেবল প্রদর্শনী সাহস? মঞ্চে দাঁড়িয়ে হাততালি কুড়ানোর সাহস? জনতার সামনে ইমেজ তৈরির সাহস? অন্যায়ের সময় চুপ থাকার সাহস?এটাই কি আপনার রাজনৈতিক চরিত্র? যেখানে সত্য চাপা পড়ে সুবিধার নিচে? যেখানে অন্যের কান্না চাপা পড়ে আপনার নির্লিপ্ত নীরবতায়? যেখানে একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানোই হয় মূল দর্শন?

সাবেক নেত্রী লেখেন, তাসনিম জারা, আপনি মুখে শক্ত, কিন্তু কাজে দুর্বল। আপনি কণ্ঠে সাহসী, কিন্তু হৃদয়ে কাপুরুষ। ইতিহাস এ চেহারাকে চিহ্নিত করবেই,কারণ ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না।

তিনি লেখেন, আপনার কথিত সাহস যদি সত্যিই সাহস হতো, তবে আপনি আমার পাশে দাঁড়াতেন, নীরবতা নয়, একটি অবস্থান নিতেন। কিন্তু আপনি চুপ ছিলেন। এ চুপ থাকা শুধু আপনার নয়, সমগ্র রাজনৈতিক চরিত্রের দেউলিয়া হয়ে যাওয়া।

তিনি আরও লেখেন, আজ মানুষ আপনাকে সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। কিন্তু একদিন এই প্রশংসাই রূপ নেবে ব্যঙ্গচিত্রে। একদিন মানুষ বলবে,তাসনিম জারা সাহসী ছিলেন, তবে সেই সাহস ছিল কেবল আলো-ঝলমলে মঞ্চের জন্য অন্যের কান্না, অন্যের বেদনা, অন্যের রক্তক্ষরণ তার কাছে মূল্যহীন ছিল।

পরিশেষে তিনি লেখেন, তাসনিম জারা, আপনার এই নীরবতা আপনারই শিকল। আপনি যতই আধুনিকতার মুখোশ পরুন, যতই শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ান, ইতিহাস আপনাকে মনে রাখবে নীরব, সুবিধাবাদী, মুখোশধারী নারী হিসেবে। শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই হয় না সঙ্গে মানবিক হতে হয়। আর আপনি একজন মানবিক নারী নন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।