কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানায় এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামখানা দীর্ঘির পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ সোমবার ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে। এ ব্যাপার নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউ করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।