প্রিয়া চৌধুরী
রাজধানী মুগদা মান্ডা এলাকায় বিভিন্ন প্রতারক চক্র রয়েছে ঠিক তেমনই একজন প্রতারক চক্রের লিডার নাহিদ। মান্ডা বটতলা মসজিদের আশেপাশে নাহিদের বসবাস, তার বাবা নাম মনির হোসেন বেশিরভাগ মানুষ থাকে আতর আলীর নাতি হিসেবে চিনে। নাহিদ ভয়ানক একজন প্রতারক অনুসন্ধানে উঠে আসে নাহিদ প্রতারক চক্রের একজন লিডার তার ধারায় সব ধরনের অপকর্ম করা সম্ভব।
নাহিদ মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এবং খুব নম্র ও ভদ্র আচরণ করে যাতে মানুষ থাকে অল্পতেই বিশ্বাস করে এবং সেই সুবাদে অসহায় ও দরিদ্র মানুষের সরলতার সুযোগ নিয়ে বিদেশে পাঠানোর কথা বলে। কখনো সরকারি বেসরকারি চাকরি দেয়ার কথা বলে, মানুষের কাছে থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। তার পরে তাদের সাথে আর কোন যোগাযোগ রাখে না। ভুক্তভোগীরা যোগাযোগ করতে চাইলে তার হাতের মুঠো ফোন নাম্বারটি বন্ধ করে রাখে, ভুক্তভোগীরা তার বাসায় গেলে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে রাখে এবং মেরে ফেলার কথা বলে এই ধরনের কুলাঙ্গাকে আইনের আওতায় আনা হোক।