1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরিজ হেরে যা বললেন আফগান কোচ পুটিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫ ০ বার পঠিত

 

 

অনলাইন ডেস্ক

 

 

বাংলাদেশের বিপক্ষে আফগানদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এর মধ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন টাইগাররা। শেষ ম্যাচটি আগামীকাল রোববার (৫ অক্টোবর) জিতলেই আফগানদের করা যাবে বাংলাওয়াশ।

ম্যাচশেষে সংবাদ সম্মেলন আফগান ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক বলেছেন, কালকে (৪ অক্টোবর) আমরা আজকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কী ঠিক করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে ভালো করেছি আজকে। ভালো লড়াই করেছি। বোলিংয়েও চেষ্টা করে গেছি।

তিনি বলেন, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ গড়ে গেছে। ভালো দল তারা, দারুণ এক্সকিউট করেছে, তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে শেষ ম্যাচে যেন আমরা ভালো করতে পারি।

পুটিক বলেন, কঠিন ম্যাচ ছিল আসলে। ব্যাটিং দল হিসেবে শুরুটা কাজে লাগাতে পারতাম আমরা। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৩৫ রান তুলেছি। আমরা হয়তো আরও আগ্রাসী ব্যাটিং করতে পারতাম পাওয়ার প্লে-তে। তাহলে বাংলাদেশকে চাপে ফেলা যেত। এমন জায়গায় পরের ৪ ওভারে রান তোলার সুযোগ থাকে, আমরা পারিনি। যখনই মোমেন্টাম পেয়েছি, তখনই উইকেট হারিয়ে ফেলেছি।

এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। এ সিরিজে সেই হারের প্রভাব নিয়ে পুটিক বলেন, আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী। ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।

তিনি বলেন, ম্যাচ না জিতলে প্রশ্ন তো উঠবেই। আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন ট্রাই করছি। চেষ্টা করছি নতুনদের সুযোগ দিতে। অবশ্যই ম্যাচও জিততে চাই আমরা। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে ছেলেরা চাপের মধ্যে কী করতে পারে। দারুণ কিছু ক্রিকেটার দলে আসছে। তাদের ওপর আস্থা রেখে সুযোগ দিতে হবে।

সোহান প্রসঙ্গে পুটিক বলেন, হ্যাঁ আপনি একদম দারুণ বলেছেন। সে (সোহান) এসে দারুণ করেছে। তার প্ল্যান ছিল। চাপের মধ্যেও প্ল্যানটা ভালোভাবে কাজে লাগিয়েছে সে। এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। বেসিকে আমরা কিছু ভুল করেছি ৪০ ওভারজুড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।